প্রকাশিত: Tue, Dec 26, 2023 8:14 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

এই যে মানুষ মুখে একটা মনে একটা!

জসিম মল্লিক : এই পৃথিবীকে আমি যে চোখে দেখি পৃথিবী এমন নয়। পৃথিবীর মানুষকে যে চোখে দেখি মানুষ তেমন নয়। চেনা, অল্প চেনা, দেখা, অদেখা, বন্ধু হোক কাছের বা দূরের, আত্মীয় হোক কাছের বা দূরের কেউই আমার চেনার মতো নয়। আমি যেমন ভাবি সবকিছু তেমন নয়। আমি যেমন আশা করি তেমন নয়। সমস্যা আমারই। আমি মানুষ চিনতে ভুল করি। মানুষকে বিশ্বাস করে মনের অর্গল খুলে দিই। কেউ কিছু বললেও বিশ্বাস করি। পাশে দাঁড়াতে চাই। গায়ে পড়ে উপকার করতে চাই। তারপর ধরা খাই। প্রতিবার এমন হয়। 

একসময় মনে করতাম আমি মানুষ চিনি, মানুষের মন বুঝতে পারি। কিন্তু আমার ধারণা ভুল। মানুষের মন বোঝা খুবই কঠিন কাজ। আমি বেশির ভাগই ভুল মানুষকে আপন ভেবে কাছে টেনে নিই, তারপর পস্তাই। 

ভুল সম্পর্ক কখনও মজবুত হয় না। একসময় ঝড়ে যায়। তবে আনন্দের কথা ভুল মানুষের ভিড়ে সঠিক মানুষটিকেও পেয়ে যাই। এই পৃথিবীটা একটা রহস্যময় জায়গা, মানুষের মন আরও রহস্যময়। আর এই রহস্য উদঘাটনই আসল চ্যালেঞ্জ। আবুল হাসানের কবিতার লাইন, ..এই যে মানুষ মুখে একটা মনে একটা..আমার ভারি খারাপ লাগে...।  টরন্টো ২৫ ডিসেম্বর ২০২৩। ফেসবুক থেকে